News71.com
 Sports
 01 Sep 19, 01:54 PM
 618           
 0
 01 Sep 19, 01:54 PM

অচলাবস্থা কাটছে ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের।।

অচলাবস্থা কাটছে ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের।।

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের বার্সেলোনায় যাওয়া অচলাবস্থার মধ্যে পড়ে গেলেও এখন তা কাটতে শুরু করেছে। ফরাসি ক্রীড়া দৈনিক লেকুইপ জানাচ্ছে, ওসমান দেম্বেলে বার্সেলোনা থেকে ধারে পিএসজি যেতে রাজি হওয়াতে এখন দুইপক্ষের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। এর আগে উভয়পক্ষ নেইমারের দরদাম ঠিক করতে সক্ষম হলেও নগদ অর্থের সঙ্গে যে তিন খেলোয়াড় দিতে রাজি হয়েছিল তার অন্যতম ছিলেন দেম্বেলে। বার্সেলোনা নগদে ১২০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ইভান রাকিটিচ ও জ ক্লেয়ার টোডিবো এবং ধারে দেম্বেলেকে দিতে চেয়েছিল। কিন্তু ফরাসি খেলোয়াড়টি তখন গররাজি ছিলেন। এখন তিনি পিএসজি কোচ থমাস টুখেলের সঙ্গে কথা বলার পর মত বদলেছেন। দুইজনে অবশ্য এরআগেও একসঙ্গে কাজ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন