News71.com
 Sports
 31 Aug 19, 07:48 PM
 594           
 0
 31 Aug 19, 07:48 PM

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা॥

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা॥

নিউজ ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচকে ঘিরে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দল নিয়েই ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে লাল-সবুজের দল। তাজিকিস্তান পৌঁছে ৩ ও ৫ সেপ্টেম্বর দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা। পরে ১০ সেপ্টেম্বর দুশানবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা।

বাংলাদেশ দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ: টুটুল হোসাইন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত।


মধ্যমভাগ: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম।
আক্রমণভাগ: মোহাম্মদ নাবীব নেওয়াজ জীবন, মহিবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন