News71.com
 Sports
 31 Aug 19, 12:07 AM
 614           
 0
 31 Aug 19, 12:07 AM

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পেছনে মাশরাফির দায় দেখেন অলরাউন্ডার সাকিব॥

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পেছনে মাশরাফির দায় দেখেন অলরাউন্ডার সাকিব॥

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে অংশ নিয়েও অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। দলের এই বাজে ফলাফলের জন্য মাশরাফির বাজে ফর্ম অনেকটা দায়ী বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ‘ক্রিকবাজ’। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে ৬০৬ রানের মাইলফলক গড়েছিলেন সাকিব। পুরো আসরের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব বল হাতেও নিয়েছিলেন ১১ উইকেট। সবমিলিয়ে ওই আসরের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনিই। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় দলীয় সাফল্য আসেনি। 

 

দলের ব্যর্থতার ঝুলিতে সবচেয়ে বড় অবদান ছিল অধিনায়ক মাশরাফির। পুরো আসরে মাত্র ২ উইকেট নিয়েছিলেন দেশ সেরা এই পেসার। আক্ষেপ প্রকাশ করে সাকিব তাই বললেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, আমরা আরও অনেক দূর যেতে পারতাম। যদি দলের সবার কাছ থেকে সহায়তা পেতাম তাহলে আমরা সেমিফাইনালেও খেলতে পারতাম।বহু কারণে অনেক কিছুই সম্ভব হয়নি। যখন একজন খেলোয়াড় পারফর্ম করতে ব্যর্থ হয়, তখন সে দলের চেয়ে নিজের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তায় থাকে। তখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি মনে করি, একই ব্যাপার মাশরাফি ভাইয়ের ক্ষেত্রেও ঘটেছে। অধিনায়ক যখন পারফর্ম করতে পারেন না, এটা তখন তার নিজের ও পুরো দলের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। অধিনায়ককে অবশ্যই পারফর্ম করতে হবে। এটার কোনো বিকল্প নেই।’ সাকিব বলেন, ‘মানসিকভাবে আমি ওসবের (অধিনায়কত্বের দায়িত্ব) জন্য প্রস্তুত নই। কিন্তু দল ভালো অবস্থায় নেই, এবং আমি বুঝতে পারছি দলকে একটা ভালো অবস্থানে নিতে হলে দায়িত্বটা নেওয়া উচিৎ। কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না। দায়িত্ব না নিলে বরং আমি আমার খেলায় মনোযোগ ই। আমাকে ভালো পারফর্ম করতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন