News71.com
 Sports
 27 Aug 19, 07:03 PM
 654           
 0
 27 Aug 19, 07:03 PM

টেনিস॥ এবারও শারাপোভাকে হারালেন সেরেনা

টেনিস॥ এবারও শারাপোভাকে হারালেন সেরেনা

স্পোর্টস ডেস্কঃ গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসনকে কখনো হারাতে পারেননি মারিয়া শারাপোভা। সেই রেকর্ড অব্যাহত থাকল এবারও। ইউএস ওপেনের গত আসরে বিতর্কিত ফাইনালে হারের পর টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই দুর্দান্ত জয় তুলে নিয়েছেন মার্কিন ললনা। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শারাপোভাকে মাত্র ৫৯ মিনিটে হারিয়ে দিয়েছেন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক প্রথম রাউন্ডের সাক্ষাতে ৬-১ ও ৬-১ সেটে হারিয়েছেন শারাপোভাকে। এই নিয়ে ৩২ বছর বয়সী রাশিয়ানের বিপক্ষে ১৯তম জয় তুলে নিলেন সেরেনা। এবারই প্র্রথম ইউএস ওপেনে মুখোমুখি হয়েছেন টেনিসের অন্যতম দুই তারকা। গত বছর একই ভেন্যুত ফাইনালে নাওমি ওসাকার কাছে হেরে যান ৩৭ বছর বয়সী সেরেনা। সেবার ম্যাচ আম্পায়ারের সঙ্গে বাক-বিতাণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এর আগে ছয়বার ইউএস ওপেন জিতেছেন সেরেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন