News71.com
 Sports
 27 Aug 19, 01:54 PM
 628           
 0
 27 Aug 19, 01:54 PM

রিয়াল বেতিসকে হারিয়ে জয়ে নিয়ে ফিরেছে বার্সেলোনা॥

রিয়াল বেতিসকে হারিয়ে জয়ে নিয়ে ফিরেছে বার্সেলোনা॥

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে, রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এদিকে, লিগ ওয়ানে তুলুজকে ৪-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। লা লিগার শুরুটা এতটা দু:সহ হবে তা হয়ত ভাবেননি কোন বার্সেলোনা সমর্থক। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে আসর শুরু হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। ন্যু ক্যাম্পে তাই জয়ে ফেরার অদম্য ইচ্ছায় শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে কাতালানরা। ইনজুরির কারণে নেই মেসি, সুয়ারেজ ও ডেম্বেলে। সে শূন্যতা পূরণের পণ নিয়েই যেন মাঠে নামেন নতুন সৈনিক আতোঁয়া গ্রিজম্যান। শুরু থেকেই সমর্থকদের মন জয়ের চেষ্টা করেছেন এ ফরাসি তারকা। তবে, ১৫ মিনিটে কাতালানদের হতাশ করে লিড নেয় রিয়াল বেতিস। গোল করেন নাবিল ফেকির। গোল হজম করে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে বার্সেলোনা। ৪১ মিনিটে দলকে সমতায় আনেন গ্রিজম্যান। ৯ মিনিট পর আবারো গ্রিজম্যান ম্যাজিকে নেচে ওঠে ন্যু ক্যাম্প। আনন্দের রেশ কাটতে না কাটতেই ৫৬ মিনিটে ব্যবধান ৩-১ এ নিয়ে যান পেরেজ। সতীর্থদের গোল বন্যার উৎসবে এরপর যোগ দেন জর্ডি আলবা ও আরতুরো ভিদাল। ৬০ ও ৭৭ মিনিটে আরো দুটো গোল করেন তারা। বেতিসের হয়ে লরেন ৭৯ মিনিটে একটি গোল করলেও, তা বার্সার জয়ের পথে কাটা হতে পারেনি। ৫-২ গোলের জয়ে ন্যু ক্যাম্প ছাড়ে কাতালানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন