News71.com
 Sports
 27 Aug 19, 01:30 PM
 634           
 0
 27 Aug 19, 01:30 PM

হংকং এ আজীবন নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার, আরেকজন ৫ বছর॥

হংকং এ আজীবন নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার, আরেকজন ৫ বছর॥

স্পোর্টস ডেস্কঃ হংকং-এর জাতীয় দলের দুই ক্রিকেটারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। অপর এক ক্রিকেটারকে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ইরফান আহমেদ ও তার ভাই নাদিম আহমেদকে সোমবার (২৬ আগস্চট) আজীবন বহিষ্কারের ঘোষণা দেয় আইসিসি। একই সঙ্গে হাসিব আমজাদকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে এই তিন ক্রিকেটারকে ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে আইসিসি। তদন্তে বেরিয়ে আসে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে তারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের মহাব্যবস্থাপক আলেক্স মার্শাল বলেন, ‘এটা আসলে অনেক লম্বা ও জটিল তদন্ত ছিল। যেটা অবশেষে উদ্ধার করা হয়েছে। তারা আন্তর্জাতিক ম্যাচের একটি নির্দিষ্ট সময়ে নিয়মতান্ত্রিকভাবে ম্যাচে প্রভাব বিস্তার ও ভিন্নখাতে প্রবাহিত করেছে। ম্যাচ ফিক্সাররা উচ্চ পর্যায়ের খেলাধুলায় ম্যাচ পাতাতে না পেরে অন্যান্য খেলায়, ভিন্ন ভিন্ন ভেন্যুতে চেষ্টা করে যাচ্ছে। তাদেরই পাতা ফাঁদে পা দিয়েছে তারা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন