
নিউজ ডেস্কঃ ওয়ানডে সিরিজের পর এবার চারদিনের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ইমার্জিং দল। ওয়ানডে সিরিজে হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ ইমার্জিং দলের কোচ সায়মন হেলমুটের। ক্রিকেটাররা মাঠে জাতীয় দলের মত পারফর্ম করবে বলে প্রত্যাশা কোচের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সকাল ৯টায়। ওয়ানডে সিরিজে ১-১ এর সমতায় ফেরার পর বাংলাদেশ ইমার্জিং দল স্বপ্ন দেখিয়েছিলো সিরিজ জয়ের। তবে, খুলনায় গিয়ে লাল সবুজদের সব স্বপ্ন ধুলিস্যাৎ করে ২-১ এ সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা ইমার্জিং দল।
ওয়ানডে সিরিজে হারের ক্ষত ভুলতে এবার চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। খুলনায় লঙ্কানদের বিপক্ষে একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই এবার চার দিনের ম্যাচ খেলবে স্বাগতিকরা। যা জাতীয় দলের দ্বারপ্রান্তে থাকা আফিফ আর সাইফের মত অনেক ক্রিকেটারের জন্যই প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে কাজে দিবে। ৩০ আগস্ট খুলনায় চারদিনের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর, কক্সবাজারে ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে চারদিনের ২য় ম্যাচটি।