News71.com
 Sports
 25 Aug 19, 07:28 PM
 664           
 0
 25 Aug 19, 07:28 PM

নেইমার বিশ্বের সেরা তিনের একজন: রামোস

নেইমার বিশ্বের সেরা তিনের একজন: রামোস

স্পোর্টস ডেস্কঃ গ্রীষ্মের দল-বদলের বাজারে নেইমারকে কেনার লড়াইয়ে মেতেছে তিন শীর্ষ ক্লাব। বার্সেলোনা ও জুভেন্টাসের পাশাপাশি এতে সামিল হয়েছে রিয়াল মাদ্রিদও। এরইমধ্যে নেইমারকে কেনার জন্য প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাতও হয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস'রা। তবে এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। শনিবার (২৫ আগস্ট) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে নেইমার প্রসঙ্গে রামোস বলেন, ‘নেইমার সেরা খেলোয়াড়, অন্তত বিশ্বের সেরা তিনের একজন।’

এদিকে নেইমার যেহেতু এখনও পিএসজিতেই আছেন, তাই আপাতত তাকে নিয়ে বাড়তি মন্তব্য করতে রাজি হননি রিয়াল অধিনায়ক। তার মতে, দলবদলের আলোচনা করাটা ক্লাবের জন্য অসম্মানজনক। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এসব আলোচনা চলতেই থাকবে। তবে সব নিয়ে বেশি ভাবাটা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে সাবধান করে দিয়েছেন তিনি। তার কাছে বরং বর্তমান স্কোয়াডও পরিপূর্ণ বলে মনে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন