স্পোর্টস ডেস্কঃ কোচের পর এবার টাইটেল স্পনসারেও পুরানোতেই ভরসা রাখলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী চার বছরের জন্য পে-টিএমের সঙ্গে ৩২৬ কোটি রূপিতে চুক্তি নবায়ন করেছে বিসিসিআই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জহুরী। ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ধরণের ক্রিকেটেই বিসিসিআই'য়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলো মোবাইল ওয়ালেট সংস্থাটি। নতুন চুক্তিতে প্রতি ম্যাচে প্রায় ৪ কোটি রূপি দেবে পেটিএম। এর আগে ২০১৫ সাল থেকে ৪ বছরের চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসার ছিলো সংস্থাটি। সে সময় চুক্তির আর্থিক পরিমাণ ছিলো ২০৩ কোটি রূপি, যা ম্যাচ প্রতি হতো আড়াই কোটি রূপি। অর্থাৎ ৫৮ শতাংশ অর্থবৃদ্ধি ঘটছে বিসিসিআই'য়ের।