News71.com
 Sports
 17 Aug 19, 07:55 PM
 687           
 0
 17 Aug 19, 07:55 PM

অধিনায়ক মাশরাফি এখনই অবসর নিতে চান নাঃ বিসিবি সভাপতি পাপন

অধিনায়ক মাশরাফি এখনই অবসর নিতে চান নাঃ বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনই অবসর নিতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুরে বিসিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাসেল ডোমিঙ্গোকেই টাইগারদের হেড কোচ হিসেবে ঘোষণা দেন।

মাশরাফির বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, মাশরাফির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরও দুই মাস সময় চেয়েছেন। তবে তার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাপন। পাপন এটুকু বলেন, ‘আমরা সম্মানের সঙ্গেই ক্রিকেটারদের বিদায় দিতে চাই। তবে ঠিক কখন বিদায় নিতে হবে এটা ক্রিকেটারদেরও জানতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন