News71.com
 Sports
 16 Aug 19, 11:48 PM
 591           
 0
 16 Aug 19, 11:48 PM

স্প্যানিশ ফুটবল লিগ।।মেসিকে ছাড়াই মাঠে নামছে বার্সেলোনা

স্প্যানিশ ফুটবল লিগ।।মেসিকে ছাড়াই মাঠে নামছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে স্প্যানিশ ফুটবল লিগের নতুন মৌসুম। লিওনেল মেসিকে ছাড়াই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। স্যান ম্যামিস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়।তিন মাসের বিরতি শেষে আবারো মাঠে গড়াতে যাচ্ছে লা লিগা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচগুলোতে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে দলগুলো। দারুণ সময় কাটিয়েছে বার্সেলোনাও। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কাতালানরা। স্প্যানিশ লিগে সবশেষ ১১ আসরের ৮টিতেই শিরোপা ঘরে তুলেছে বার্সা। এবারো শুভসূচনার লক্ষ্য ভালভার্দের শিষ্যদের। নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। যদিও ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচে মাঠে নামা হচ্ছেনা লিওনেল মেসির। তবে, সুয়ারেজ-গ্রিজম্যানরা ফর্মে থাকায় বড় জয়ের খোঁজেই থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন