News71.com
 Sports
 16 Aug 19, 11:46 PM
 527           
 0
 16 Aug 19, 11:46 PM

আবারও ভারতীয় ক্রিকেটের কোচ হলেন রবি শাস্ত্রী॥

আবারও ভারতীয় ক্রিকেটের কোচ হলেন রবি শাস্ত্রী॥

নিউজ ডেস্কঃ  টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই ফের বেছে নিল কপিল দেব-অংশুমান গায়কোয়াড়দের কমিটি। শুক্রবার সকাল থেকে বৈঠকের পর শাস্ত্রীকেই কোচের পদে চূড়ান্ত করা হল। টম মুডি ও মাইক হেসনের সঙ্গে জোর টক্কর চললেও শেষপর্যন্ত হেড কোচের পদে রবি শাস্ত্রীতেই সিলমোহর কপিল দেবদের কমিটির। ২০২১ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি করা হল। একেবারে শেষমুহূর্তে নিজের নাম তুলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফিল সিমন্স। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টারভিউ থেকে সরে দাঁড়ান তিনি। তাই কোচের পদপ্রার্থীদের তালিকায় আরও একজনের নাম কমে যায়।ভারতের হেড কোচের পদপ্রার্থীদের ৬ জনের তালিকায় ছিলেন ফিল সিমন্স। তিনি ২০১৬ ওয়েস্ট ইন্ডিজের টি২০ চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন। ২০১৭-তে আফগানিস্তান দলের কোচ হয়েছিলেন সিমন্স। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবি শাস্ত্রীর ইন্টারভিউ হয় এদিন বিকেল ৫টায়।  আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিরাটদের জন্য ভারতীয় কোচই পছন্দ কোচ বাছাই কমিটির। শেষপর্যন্ত সেটাই ঘটল। রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন