News71.com
 Sports
 16 Aug 19, 11:46 AM
 1315           
 0
 16 Aug 19, 11:46 AM

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ॥ শুরু হয়েছে বাছাই পর্ব

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ॥ শুরু হয়েছে বাছাই পর্ব

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে জটিল সমীকরণ। স্বাগতিক ইন্ডিয়া বাদে বাকি ৯ দলকেই উৎরাতে হবে বাছাইপর্বের বাধা। সব মিলে ৩২ দল অংশ নেবে বিশ্বকাপ বাছাইয়ে। ভারত বিশ্বকাপের টিকিট পেতে ৪টি করে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ২৪টি ম্যাচ খেলতে হবে টাইগারদের। এরই মধ্যে স্কটল্যান্ডে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই প্রক্রিয়া।ইংল্যান্ডের মতো ভারত বিশ্বকাপেও খেলবে ১০ দল, তবে স্বাগতিক ইন্ডিয়া ছাড়া প্রত্যেককেই উতরাতে হবে বাছাইপর্বের বাধা।

এরই মধ্যে স্কটল্যান্ডের এবারডিনে শুরু হয়েছে ক্রিকেট ওয়াল্ডকা লিগ ২ এর প্রথম সিরিজ। ট্রাইসিরিজে অংশ নিয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি আর ওমান। শুধু লিগ ২ই নয়, আগামী বছরের সিডব্লিউসি ওডিআই সুপার কাপ ও সিডব্লিউসি চ্যালেঞ্জ কাপও কাজ করবে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে। এই তিন টুর্নামেন্ট খেলবে ৩২ দল। যেখানে ৩১ দলেরই লক্ষ্য ২০২৩ বিশ্বকাপে ভারতের সঙ্গী হওয়া। স্বাগতিক বলেই অটো চয়েজ টিম-ইন্ডিয়া।

এরই মধ্যে টাইগারদের প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে। ২০২০'র আয়ারল্যান্ড সফর দিয়ে শুরু। বাকি তিন অ্যাওয়ে সিরিজি নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায়। আর শ্রীলঙ্কা, ওয়েস্টইন্ডিজ, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে হোম সিরিজে। কেবল, ভারত পাকিস্তান, অস্ট্রেলিয়া ও হল্যান্ডের বিপক্ষে খেলতে হবে টাইগারদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন