News71.com
 Sports
 15 Aug 19, 11:27 AM
 602           
 0
 15 Aug 19, 11:27 AM

ক্রিকেট॥ আগামী মাসে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট॥ আগামী মাসে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। সফরে স্বাগতিকদের সঙ্গে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। লম্বা সফর সামনে রেখে গতকাল মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলে সুযোগ পেয়েছেন নতুন তিন মুখ। তাঁরা হলেন এনরিক নর্টিয়ে, উইকেটরক্ষক রুডি সেকেন্ড ও স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কুইন্টন ডি ককের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির।  অবশ্য সাদা পোশাকে নেতৃত্বের ভূমিকায় ডু প্লেসিকেই দেখা যাবে। আর সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে টেমবা বাভুমাকে।১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এই সফর। ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন