News71.com
 Sports
 13 Aug 19, 02:04 PM
 533           
 0
 13 Aug 19, 02:04 PM

ব্রায়ান লারাকে পেছনে ফেলে ক্রিকেটে গেইলের জোড়া রেকর্ড॥

ব্রায়ান লারাকে পেছনে ফেলে ক্রিকেটে গেইলের জোড়া রেকর্ড॥

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১১ রানের ইনিংস খেললেন ক্রিস গেইল। তাতেই উদযাপনের উপলক্ষ পেয়ে গেলেন ক্যারিবীয় তারকা। এই ম্যাচের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেললেন উইন্ডিজ ওপেনার। সেইসঙ্গে আরেকটি উজ্জ্বল মাইলফলকের দেখা পেলেন গেইল। ব্রায়ান লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ডে নিজের নাম লেখালেন মারকুটে এই ব্যাটসম্যান।

 

 

অবশ্য শুধু ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০০ ওয়ানডে খেলার মালিক হতে আরো কিছুদিন অপক্ষো করতে হবে গেইলকে। কারণ, এই ৩০০ ওয়ানডের মধ্যে তিনটি ছিল আইসিসির বিশ্ব একাদশের হয়ে খেলা।এ ছাড়া বিশ্ব ক্রিকেটে ৩০০ ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারদের ২১ নম্বর সদস্য হলেন গেইল। এ তালিকায় সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ভারতীয় তারকা। পরের অবস্থানগুলোতে আছেন তিন লঙ্কান মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনাথ জয়সুরিয়া (৪৪৫) ও কুমার সাঙ্গাকারা (৪০৪)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন