স্পোর্টস ডেস্কঃ লা লিগা-সিরি আ' কাপের দ্বিতীয় পর্বেও জয় পেলো বার্সেলোনা। ৪-০ গোলে নাপোলিকে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সা জার্সি গায়ে প্রথম গোল পেয়েছেন ফরাসী ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান। পা রাক মৌসুম পর্ব শেষ দিকে। যার যার লিগে মাঠে নেমে পড়ার আগে নিজেদের ঝালাই করে নেয়ার এটাই ছিলো শেষ সুযোগ। লা লিগা-সিরি আ কাপের দ্বিতীয় পর্বের ম্যাচটা তাই মহা গুরুত্বপূর্ণ ছিলো বার্সেলোনা-নাপোলি দু দলের জন্যই।মিশিগান স্টেডিয়ামে তাই শুরু থেকেই আগ্রাসী দু দল। মাঝ মাঠের দখল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা ছিলো ভালভার্দে-আনচেলোত্তির কৌশলে। প্রথম পর্বের ফলাফল নিয়ে না ভেবে, জয়ের জন্য মরিয়া ছিলো বার্সা-নাপোলি।প্রাক মৌসুমের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে হারার পর, টানা ৪র্থ জয় তুলে নিলো আর্নেস্তো ভালভার্দের দল।