sports
 09 Aug 19, 11:57 AM
 44             0

আজ থেকে ফুটবল প্রেমিদের আবার রাত জাগা॥ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

আজ থেকে ফুটবল প্রেমিদের আবার রাত জাগা॥ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

স্পোর্টস ডেস্কঃ বন্ধ হয়েছে গ্রীষ্মকালীন উইন্ডো। খেলোয়াড় কেনাবেচার মাধ্যমে ইংলিশ ক্লাবগুলোও এরই মধ্যে নতুন করে গুছিয়ে নিয়েছে নিজেদের। নতুন উদ্যোমে, নতুন এক মৌসুম শুরুর অপেক্ষায় ২০ দলের প্রত্যেকে। লিভারপুল আর নরউইচ সিটির ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ। ঘরের মাঠে আনফিল্ডে নরউইচকে আতিথেয়তা দেবে লিভারপুল। রাত ১টায় এই দুই দলের ম্যাচ দিয়েই আজ পর্দা ওঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের।

 

স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের আক্ষেপ ঘুঁচানোর লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করবে লিভারপুল। প্রিমিয়ার লিগের গত মৌসুমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট নিয়েও শিরোপা ঘরে তুলতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়নদের মুকুট মাথায় পড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাই মৌসুম শেষে গ্রীষ্মকালীন উইন্ডোতে ভালো দৌড়ঝাঁপ চালিয়েছেন ক্লপ। যদিও খুব ভালো কিছু পাওয়া হয়নি তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')