News71.com
 Sports
 09 Aug 19, 11:51 AM
 670           
 0
 09 Aug 19, 11:51 AM

মিশরের ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দান করলেন লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ॥

মিশরের ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দান করলেন লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ॥

স্পোর্টস ডেস্কঃ লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ মিশরের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫ কোটি টাকা দান করেছেন।গত  বুধবার এমনটাই জানিয়েছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত। গত সোমবার বিস্ফোরক বোঝাই এক গাড়ি মিশরের রাজধানী কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউটের ভবনে আঘাত হানলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এরপরই সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠান মিশরীয় ফুটবল তারকা সালাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন