News71.com
 Sports
 08 Aug 19, 12:09 PM
 620           
 0
 08 Aug 19, 12:09 PM

ফুটবল॥হ্যাজার্ডের একমাত্র গোলে রিয়ালের জয়

ফুটবল॥হ্যাজার্ডের একমাত্র গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্কঃ বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় প্রথমার্ধে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন জুনে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়া হ্যাজার্ড। ফলে রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম গোল। ম্যাচের ১৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। করিম বেনজেমার থ্রু বল ধরে ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন