sports
 07 Aug 19, 10:42 AM
 37             0

ইনজুরিতে তারকা ফুটবলার লিওনেল মেসি॥

ইনজুরিতে তারকা ফুটবলার লিওনেল মেসি॥

স্পোর্টস ডেস্কঃ মূল মৌসুম শুরুর আগে আরও কিছু প্রীতি ম্যাচে খেলার কথা ছিল বার্সেলোনা তারকা লিওনেল মেসির। কাফ মাসলে চোট থাকায় এখন সেই সুযোগটিও আর পাচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। নতুন ইনজুরিতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারছেন না। এই সপ্তাহে নাপোলির বিপক্ষে দুই ম্যাচ খেলবে বার্সা। গতকাল সোমবার অনুশীলনের সময় নতুন করে এই চোটে পড়েন তিনি। অনুশীলনের সময় ছিলেন তার নতুন সতীর্থ ডি জং, গ্রিয়েজমান ও জুনিয়র ফিরপো। বার্সা বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ে অস্বস্তি বোধ করায় অনুশীলন সেশন থেকে নিজেকে সরিয়ে নেয় মেসি। টেস্টের পর তার কাফ মাসলে গ্রেড এক মাত্রার চোট ধরা পড়েছে। তাই মেসি বার্সেলোনাতেই অবস্থান করবে, দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর করবে না। কবে ফিরতে পারবেন মেসি? এমন প্রশ্নের জবাবও দিয়ে রেখেছে বার্সা, তার অবস্থার উন্নতির ওপর বোঝা যাবে কবে নাগাদ পাওয়া যাবে তাকে।

 

 

ন্যু ক্যাম্পে গাম্পার ট্রফি জেতার দিনে না খেললেও স্টেডিয়ামে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরের দুই ম্যাচে খেলার কথা ছিল তার। তেমনটি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে, আমি এখনই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম অনুশীলনে ধাক্কা খেতে হলো। কিছুদিনের জন্য আমাকে বাইরে থাকতে হবে। যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে খুব করে থাকতে চেয়েছিলেন বার্সার প্রাণভোমরা। সেই আকুতিও রয়েছে তার পোস্টে, দলের সঙ্গে আমি থাকতে চেয়েছিলাম। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে আমাদের অনুসরণ করে তাদের জন্য। এবার হয়তো হয়নি কিন্তু আশা করছি শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')