sports
 05 Aug 19, 07:42 PM
 50             0

ফুটবল॥লিভারপুলকে হারিয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা ম্যানসিটি  

ফুটবল॥লিভারপুলকে হারিয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা ম্যানসিটি   

স্পোর্টস ডেস্কঃ টানা দ্বিতীয়বারের মতো কমিউনিটি শেফিল্ড শিল্ডের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। ফাইনালে দুই ইংলিশ জায়ান্টের লড়াইয়ে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ট্রফি জিতে নিলো সিটিজেনরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেফিল্ড শিল্ডের ট্রফি জেতার লড়াইয়ে সেরা একাদশে ছিলো না ম্যানচেস্টার সিটির অনেক মূল খেলোয়াড়ই। তাতে অবশ্য দাপট কমেনি ম্যান সিটির। ১২ মিনিট যেতেই লিড নেয় সিটিজেনরা। ডেভিড সিলভার সঙ্গে পেরে ওঠেনি লিভারপুলের ডিফেন্স। তার বাড়ানো বলে ঠান্ডা মাথায় গোল করেন রহিম র্স্টারলিং। বিরতির পর, লিভারপুলের সাবস্টিটিউশনে মাঠে নামেন সেন্টারব্যাক জোয়েল মাতিপ। তখনই, খেলায় ফিরে আসে অল রেডরা।

ম্যাচের শেষ দিকে ভন ডাইকের অ্যাসিস্টে গোল করেন মাতিপ। ১-১ এর সমতায় শেষ হয় নব্বই মিনিটের খেলা। টাইব্রেকারে অবশ্য আর পেরে ওঠেনি লিভারপুল। সেটার দায় নিতে হবে জর্জিনিও উইনাল্ডামকে। সবাই পারলেও, সেকেন্ড কিকে গোল মিস করেন এই ডাচ তারকা। ৫-৪ এ জিতে শেফিল্ড শিল্ডের টানা দ্বিতীয় আর সব মিলিয়ে ৬ষ্ঠ ট্রফির আনন্দে মাতে ম্যানচেস্টার সিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')