sports
 05 Aug 19, 01:06 PM
 52             0

ফুটবল॥ আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্প ট্রফি জিতল বার্সেলোনা

ফুটবল॥ আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্প ট্রফি জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসিকে ছাড়াই জুয়ান গাম্প ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে মেসি না থাকায়ও আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কাম্প নউয়ে অনুষ্ঠিত এ ম্যাচে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনালই। ৩৬তম মিনিটে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। কিন্তু ৬৯তম মিনিটে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে আর্সেনাল। ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। উল্লেখ্য, প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নামানুসারে ম্যাচটিকে বলা হয় জুয়ান গাম্প ট্রফি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')