News71.com
 Sports
 01 Aug 19, 09:22 PM
 627           
 0
 01 Aug 19, 09:22 PM

ক্রিকেট নিয়ে আগামী চার বছরের পরিকল্পনা তৈরির এখনই সেরা সময়ঃ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব

ক্রিকেট নিয়ে আগামী চার বছরের পরিকল্পনা তৈরির এখনই সেরা সময়ঃ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটকে নতুন করে জাগিয়ে তোলার জন্য ভাল কিছু পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা।সাকিব বলেন, 'এই সিরিজে আমরা যদি একটি ম্যাচে অন্তত জয় পেতাম, তাহলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতাম। কিন্তু তা হয়নি। আগামী চার বছরের পরিকল্পনা প্রণয়নের এটাই সেরা সময়। আমি নিশ্চিত বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখবেন।বোর্ড ইতোমধ্যে দুইজন কোচ নিয়োগ দিয়েছে। সব কোচ নিয়োগ দেয়া হয়ে গেলে, তারা হয়তো এ বিষয়ে একটি পরিকল্পনা বিসিবির কাছে দিতে পারবেন। আমি মনে করি এখান থেকে যদি আমরা সঠিকভাবে কাজ শুরু করতে পারি, তাহলে গত চার বছর ধরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেভাবে দল এগিয়ে যেতে পারবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন