
স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন ২০১৫ সালে। ৩৯ বছর বয়সী সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহো এখন ধার-দেনায় ডুবে আছেন। ঋণ শোধ করতে নিজের কিছু ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। সেটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ব্রাজিলের একটি আদালত। সাও পাওলোর একটি পত্রিকার খবর, সাবেক বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহোকে ২.৫১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে পরিবেশগত ভারসাম্য নষ্ট করার জন্য। আরও ধার-দেনা আছে তার। ঋণ শোধ করতেই রোনালদিনহো বিক্রি করতে চেয়েছিলেন নিজের সম্পত্তির কিছু অংশ। আদালতের নিষেধাজ্ঞায় তা সম্ভব হচ্ছে না। এদিকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। বার্সেলোনার হয়ে খেলার সময় ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য তিনি।