News71.com
 Sports
 31 Jul 19, 06:43 PM
 595           
 0
 31 Jul 19, 06:43 PM

ডিএমপিকে হারিয়ে আইজিপি কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন হল ঢাকা রেঞ্জ॥

ডিএমপিকে হারিয়ে আইজিপি কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন হল ঢাকা রেঞ্জ॥

স্পোর্টস ডেস্কঃ ‘আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ কাবাডি দল। মিরপুর পিওএম পুলিশ লাইন্সের কাবাডি গ্রাউন্ডে গতকাল মঙ্গলবার বিকালে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। খেলায় নির্ধারিত সময়ে ৩৬-৩১ পয়েন্টের ব্যবধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ কাবাডি দল। টুর্নামেন্টে বেস্ট কেচার পুরস্কার পেয়েছে ডিএমপির খেলোয়াড় রেজাউল। বেস্ট রেডার হয়েছে ঢাকা রেঞ্জের জাবেদ। এছাড়া ঢাকা রেঞ্জের অধিনায়ক জাবেদ ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০১৯-এ ফাইনাল খেলা অত্যন্ত চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। উভয় দলই সমানে সমানে লড়াই করেছে। এ টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে সেরা দুটি দল ফাইনালে চমৎকার খেলেছে। খেলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও খেলোয়াড়সুলভ মনোভাব ছিল লক্ষণীয়। ‘আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০১৯’র ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন