News71.com
 Sports
 26 Jul 19, 01:32 PM
 616           
 0
 26 Jul 19, 01:32 PM

ফুটবল।।ফিফা র্যাংজকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম

ফুটবল।।ফিফা র্যাংজকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম

নিউজ ডেস্কঃ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত র্যাংষকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর এ নিয়ে গত ৬ মাসে লাল-সবুজদের জার্সিধারীদের ১০ ধাপ উন্নতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত র্যাংআকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। বাংলাদেশের পয়েন্ট ৯২২।গত ১৪ জুন ঘোষিত র্যাংষকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৩ নম্বরে। ফিফা র্যাংবকিংয়ে শীর্ষে স্থান ধরে রেখেছে বেলজিয়াম। ১৭৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের অবনতি হয়েছে। ১৭১৮ পয়েন্টে একধাপ নিচে নেমে তিন নম্বরে অবস্থান বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে ১৭২৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। চতুর্থ অবস্থানে অপরিবর্তিত থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৫২। ১৬৩৭ পয়েন্টে ৩ ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে উরুগুয়ে। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের অবস্থান ষষ্ঠ। তাদের পয়েন্ট ১৬৩১। সপ্তম স্থানে রয়েছে বর্তমান বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়া। ১৬২৫ পয়েন্ট ক্রোয়েটদের। সেরা দশে সবচেয়ে বেশি উন্নতি করেছে কলম্বিয়া। ১৬২২ পয়েন্ট নিয়ে একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১৩তম থেকে অষ্টম স্থানে তারা। ১৬১৭ পয়েন্টে নিয়ে দুই ধাপ নেমে নবম স্থানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর ১৬১০ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে এক ধাপ ওপরে উঠে এসে সেরা দশে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এক নজরে দক্ষিণ এশিয়ার সাত দেশের র্যাং কিং: ভারত- ১০৩, মালদ্বীপ- ১৫২, নেপাল- ১৬৬, বাংলাদেশ- ১৮২, ভুটান- ১৮৬, শ্রীলংকা- ২০০ এবং পাকিস্তান- ২০৪।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন