News71.com
 Sports
 16 Jul 19, 06:07 PM
 565           
 0
 16 Jul 19, 06:07 PM

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অংশ হতে পেরে আমি গর্বিত॥সাকলাইন মুশতাক

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অংশ হতে পেরে আমি গর্বিত॥সাকলাইন মুশতাক

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে নানা নাটকীয়তার পর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের শিরোপা জয়ের পেছনে পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুশতাকের অবদানও কম নয়। তিনি ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করছেন। বিশ্বকাপ জয়ের পর উচ্ছ্বাসিত কিংবদন্তি এ অফ স্পিনার বলেন, ইংলিশদের বিশ্বকাপে জয়ে আমার জন্য একটি আশ্চর্যজনক যাত্রা ছিল। আমি এই শিরোপার অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।বিশ্বকাপে এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না!

প্রসঙ্গত, গত রবিবার ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ২৪২ রানের লখ্যমাত্রা দেয় নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ম্যাচে টাই করে বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫ রান করে। জবাবে ১৫ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। সুপার ওভারে ম্যাচ টাই হওয়ায় বিজয়ী দল নির্ধারণে সুপার ওভারের আইন-কানুন দেখা হয়। সুপার ওভারের নীতিমালা অনুসারে মূল ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে আটটি বাউন্ডারি বেশি হাঁকানোয় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন