News71.com
 Sports
 16 Jul 19, 06:06 PM
 689           
 0
 16 Jul 19, 06:06 PM

আততায়ীর গুলিতে দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার মার্ক ব্যাচেলর নিহত॥

আততায়ীর গুলিতে দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার মার্ক ব্যাচেলর নিহত॥

স্পোর্টস ডেস্কঃ দক্ষিন আফ্রিকা জাতীয় ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার তারকা ফুটবলার মার্ক ব্যাচেলর জোহানেসবার্গে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। সোমবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মোটরবাইকে করে দুইজন দুষ্কৃতী ব্যাচেলরকে নিশানা করে গুলিবৃষ্টি শুরু করে। এতে গাড়ির ভিতরেই মারা যান প্রাক্তন ফুটবলার। তবে গাড়ি থেকে কিছু চুরি যায়নি।

এদিকে, বিস্তারিত তদন্তে হত্যার কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। স্ট্রাইকার হিসেবে আক্রমণাত্মক মার্ক ব্যাচেলর দক্ষিণ আফ্রিকার দুই সবচেয়ে জনপ্রিয় দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন। জাতীয় দলের সদস্য হিসেবেও দেশের হয়ে একাধিক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন