News71.com
 Sports
 05 Jul 19, 10:14 PM
 653           
 0
 05 Jul 19, 10:14 PM

ক্রিকেট।।বাবা হলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার

ক্রিকেট।।বাবা হলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ উন্মাদনার মাঝে সুখবর পেলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। আবার বাবা হলেন তিনি। সদ্য ছেলে সন্তানের মুখ দেখেছেন সর্বকালের দ্রুতগতির বোলার। খোদ শোয়েব নিজেই সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইট করেছেন। তাতে নিজের ইউটিউব চ্যানেলের একটি লিংক দিয়েছেন তিনি। সেখানেই এ নিয়ে কথা বলেছেন পাক কিংবদন্তি। টুইটবার্তায় শোয়েব লিখেছেন, পুনরায় বাবা হওয়ার আনন্দে অভিভূত আমি। আমার সদ্যোজাত সন্তান এবং তার মায়ের জন্য দোয়া করবেন। শোয়েবের সহধর্মিনীর নাম রুবাব খান। সবে তার কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান। ২০১৪ সালে বিয়ে করেন এ জুটি। আর তাদের ঘর আলো করে প্রথম সন্তান আসে ২০১৬ সালের ৭ নভেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন