News71.com
 Sports
 03 Jul 19, 09:14 PM
 595           
 0
 03 Jul 19, 09:14 PM

ফুটবল।।পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

ফুটবল।।পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্কঃ লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে আলোচনার গুঞ্জন থাকলেও প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি) থাকার ইঙ্গিত দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর ২০ বছর বয়সী বিশ্বকাপ তারকাকে দলে নেবার জন্য মাদ্রিদ জোড় প্রচেষ্টা চালিয়েছিল। গত মৌসুমে পিএসজির হয়ে এমবাপ্পে ২৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। কিন্তু ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড ইঙ্গিত দিয়েছেন আগামী মৌসুমেও পার্ক ডি প্রিন্সেসেই হয়ত তিনি থাকবেন। আগামী মৌসুমে পিএসজির হোম কিট নিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন এমবাপ্পে। সেখানেই তিনি লিখেছেন, ‘১৯/২০ মৌসুমে এই প্যারিসেই আছি।’ বিশ্বের সেরা তরুণ এই খেলোয়াড়ের সাথে পিএসজির বর্তমান চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন