
স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে উড়ন্ত ভারতের বিপক্ষে ৩১ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন জিইয়ে রাখল স্বাগতিকরা। তবে ইংল্যান্ডের জয়ে বড় ক্ষতি হয়ে গেল শ্রীলঙ্কার। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলটি সেমিফাইনালে খেলার ক্ষীণ স্বপ্ন দেখছিল। তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলিদের পরাজয়ে।লঙ্কানদের পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে জয় পেলেও সেমিতে যাওয়া হচ্ছে না তাদের। কেননা ইংল্যান্ড ও পাকিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে জিতে যায় তাহলে তারা সেমিতে যাবে।
তাছাড়া ইংল্যান্ড-পাকিস্তান যদি হেরেও যায়। অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিজেদের শেষ দুই ম্যাচে জয়ও পায় তারপরও সেমিতে যেতে পারবে না। তখন ইংল্যান্ডের মতো সমান ১০ পয়েন্ট হবে লঙ্কানদের। প্লাস রান রেটের কারণে এগিয়ে থেকে সেমিতে যাবে ইংলিশরা।এর আগে বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বিশাল টার্গেটের জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে ভারত।এই হারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে ইংলিশদের কাছে প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারত।