News71.com
 Sports
 30 Jun 19, 07:02 PM
 552           
 0
 30 Jun 19, 07:02 PM

৪ বছর পর ফের শুরু নারী হ্যান্ডবল লিগ॥ অংশ নিচ্ছে ৯ ক্লাব

৪ বছর পর ফের শুরু নারী হ্যান্ডবল লিগ॥ অংশ নিচ্ছে ৯ ক্লাব

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ বিরতি শেষে শুরু হয়েছে নারী হ্যান্ডবল লিগ। অংশ নিচ্ছে ৯ ক্লাব। এই টুর্নামেন্টের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে এসএ গেমসের জন্য একটি শক্তিশালী দল করতে চায় ফেডারেশন। তবে খেলোয়াড়রা বলছেন যদি নিয়মিত ভাবে আয়োজিত না হয় লিগ তবে হ্যান্ডবল খেলায় আগ্রহ হারাবে নবীনরা।৪ বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে মাঠে নারীদের হ্যান্ডবল লিগ। তবে জাতীয় লিগ হলেও অংশগ্রহণকারী ৯ ক্লাবের মাত্র ২টি এসেছে ঢাকার বাইরে থেকে।এ বছরের ডিসেম্বরে নেপালে বসছে এসএ গেমসের ১৩তম আসর। মূলত সেই মহাযজ্ঞকে সামনে রেখেই এই টুর্নামেন্টের আয়োজন।লিগে ৯ ক্লাবের হয়ে অংশ নিচ্ছেন ১৪ বিদেশি। যাদের প্রায় সবাই 'কি' প্লেয়ার। তবুও টুর্নামেন্ট থেকে প্রতিভাবান আর অভিজ্ঞদের নিয়ে জুলাইয়ের শেষে চার মাসের ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। তবে মূলত খেলোয়াড়দের মূল দাবি নিয়মিত মাঠে লিগ চালু রাখা। আর তা হলেই তৃণমূল থেকে উঠে আসবে প্রতিভাবান'রা।প্রথম দিনেই মাঠের খেলায় ছড়িয়েছে উত্তাপ। ভিকারুননিসা নূন ২৮-২১ গোলে আর এন স্পোর্টসকে, আরামবাগ ৪৬-১৪ গোলে জামালপুর আর মেরিনার ইয়াংস ৩৮-১৯ গোলে হারিয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন