News71.com
 Sports
 28 Jun 19, 06:56 PM
 862           
 0
 28 Jun 19, 06:56 PM

শেষ হল উইন্ডিজদের বিশ্বকাপ অভিযান॥দুর্দান্ত জয়ে নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে ভারত

শেষ হল উইন্ডিজদের বিশ্বকাপ অভিযান॥দুর্দান্ত জয়ে নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে ভারত

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল ভারত। পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বিরাট কোহলি বাহিনী। অন্যদিকে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো উইন্ডিজদের।আজ (বৃহস্পতিবার) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তোলে ২৬৮ রান। জবাবে, ৩৪.২ ওভারে সব উইকেট হারিয়ে উইন্ডিজরা তোলে ১৪৩ রান। ৬ ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ১১ পয়েন্ট, অবস্থান দুইয়ে। আর ৭ ম্যাচে ক্যারিবীয়ানদের সংগ্রহ ৩ পয়েন্ট, অবস্থান আটে।  ভারতের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। দলীয় ১৬ রানেই বিদায় নেয় দুই ওপেনার। দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে অবশ্য ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন আরেক ওপেনার সুনিল আমব্রিস। ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলেও নিয়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙতেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় উইন্ডিজের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন আমব্রিস। পুরান করেন ২৮ রান।ভারতের পক্ষে মাত্র ১৬ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। এছাড়া ৯ রানের বিনিময়ে জাসপ্রিত বুমরাহ পান ২টি উইকেট। ২টি উইকেট পান জুজবেন্দ্রু চাহালও।

 

 

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে রোহিত শর্মাকে হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। এরপর পঞ্চম উইকেটে সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে গড়েন ৪০ রানের জুটি। এরপর কোহলি আউট হলে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৭০ রানের দারুণ এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ধোনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করে দলটি।দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন কোহলি। ৮২ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ধোনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৫৬ রান। ৬১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া পান্ডিয়া ৪৬ ও লোকেশ রাহুল ৪৮ রান করেন।উইন্ডিজের পক্ষে ৩৬ রানের খরচায় ৩টি উইকেট নেন কেমার রোচ। ২টি করে উইকেট পান শেল্ডন কটরেল ও জেসন হোল্ডার।তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের দ্বাদশ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করলেন ২০ হাজার রান। ৪১৭টি ইনিংস খেলেই করলেন এ রান। যার ২২৮ ইনিংস খেলেছেন ওয়ানডেতে। বাকী ১৩১ ইনিংস টেস্টে এবং ৬২টি টি-টোয়েন্টিতে। মাঠে নামার আগে ছিলেন ৩৭ রান দূরে। জেসন হোল্ডারের করা ইনিংসের ২৫তম ওভারে সিঙ্গেল নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান বিরাট কোহলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন