
স্পোর্টস ডেস্কঃ ব্যাট হাতে একের পর এক রেকর্ড চুরমার করে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। মাঠে নামছেন, আর পেছনে ফেলেছেন কোনো না কোনো কিংবদন্তী ব্যাটসম্যানকে। কিছুদিন আগে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার রান করার কীর্তি গড়েন। এবার তিনি ছুঁয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক। এখানেও গড়লেন রেকর্ড। এ মাইলফলকও তিনি স্পর্শ করেছেন দ্রুততম সময়ে। ২০ হাজারি ক্লাবে ঢুকতে কোহলির দরকার ছিল ৩৭ রান। উইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় রোহিত শর্মার বিদায়ের পর মাঠে নামেন ভারতের দলনেতা কোহলি। ইনিংসের ২৫ তম ওভারে জেসন হোল্ডারের বলে এক রান নিয়ে বিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর খেলেন ৭২ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি পায় ভারত।
২০ হাজার আন্তর্জাতিক রান করে স্বদেশী শচীন টেন্ডুলকার ও ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকে পেছনে ফেলেছেন কোহলি। তাদের দুজনেরই ২০ হাজার রান করতে লেগেছিল ৪৫৩ ইনিংস। কিন্তু বিরাট কোহলি সেই মাইলফলকটা স্পর্শ করলেন মাত্র ৪১৭ ইনিংসেই। ওয়ানডেতে তার রান এখন ১১১৫৯। এছাড়া টেস্টে ৬৬১৩ এবং আন্তর্জাতিক টি-২০ করেছেন ২২৬৩ রান।বিশ্বের ১২ তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।৩৪৩৫৭ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। তিনি ব্যাট করছেন ৭৮২ ইনিংসে।