News71.com
 Sports
 27 Jun 19, 10:59 AM
 659           
 0
 27 Jun 19, 10:59 AM

ফুটবল ॥ ভারতে ইতিহাস গড়ল বাংলাদেশের আবাহনী

ফুটবল ॥ ভারতে ইতিহাস গড়ল বাংলাদেশের আবাহনী

স্পোর্টস ডেস্কঃ  ভারতের মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে আবাহনী লিমিটেড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আসামে।অনেকেই অভিযোগের সুরে বলেন আবাহনী ঘরের বাঘ! কথাটির বিরোধিতা করার সুযোগও ছিল না। ঘরোয়া ফুটবলের বেশির ভাগ শিরোপা আবাহনীর শো কেসে গেলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে তারা ফিরে খালি হাতে। আপাতত সেই সমালোচনা বন্ধ। ভারতের মিনার্ভা পাঞ্জাবকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আবাহনী। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আফগানিস্তানের ডিফেন্ডার মাশিহ সাইগানি।জয় পেলে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত, ড্র করলে বা হারলেও থাকবে সম্ভাবনা। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে—এমন একটা সমীকরণ সামনে রেখেই আজ গুয়াহাটিতে মিনার্ভার বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী। কিন্তু অত সমীকরণের ধার ধারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আই লিগের সাবেক চ্যাম্পিয়ন মিনার্ভাকে হারিয়ে নিজেদের কাজ সেরেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন