News71.com
 Sports
 21 Jun 19, 07:36 PM
 586           
 0
 21 Jun 19, 07:36 PM

কোপা আমেরিকা ফুটবল ॥ জাপানের কাছে হোচট খেল উরুগুয়ে

কোপা আমেরিকা ফুটবল ॥ জাপানের কাছে হোচট খেল উরুগুয়ে

স্পোর্টস ডেস্কঃ শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচেই হোচট খেল উরুগুয়ে। কোপা আমেরিকায় গ্রুপ ‌সি‌' এ এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের ১ম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারালেও এই ম্যাচে বার বার পিছিয়ে পড়ে মান রক্ষা করে উরুগুয়ে।আজ শুক্রবারের (২১ জুন) ভোরের ম্যাচটিতে ১ গোল করলেও সুবিধে করতে পারেনি দলের অন্যতম সেরা ভরসা তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ম্যাচের শুরু থেকেই জাপানের ওপর চাপ বজায় রাখলেও নিজেদের রক্ষণ সামাল দিতে না পারার মাশুল দিল উরুগুয়ে। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোল হজম করে তারা। জাপানের কোজি মিওশি ১ম গোলটি করেন।

গোল হজম করে কিছুটা সময়ের জন্য গতির ফুটবল খেলে উরুগুয়ে। যার জন্য গোল পরিশোধে খুব বেশি সময় নিতে হয়নি তাদের। ৩২ মিনিনেটই লুইস সুয়ারেজের গোলে সমতায় ফিরে তারা। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও দ্বিতীয়র্ধে আবারও এগিয়ে যায় জাপান। দ্বিতীয়তার্ধের ৫৯তম মিনিটে মিওশির পা থেকেই আসে দলের দ্বিতীয় গোল। তবে ৬৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উরুগুয়ে। জস গিমেঞ্জ করেন এই গোলটি।বাকিটা সময় আর কোনো দলই গোল না পাওয়ায় ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এক জয় ও এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। আর জাপানের অবস্থান তৃতীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন