News71.com
 Sports
 19 Jun 19, 06:52 PM
 618           
 0
 19 Jun 19, 06:52 PM

পাক ক্রিকেটার আফ্রিদির রেকর্ড দখলে নিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব॥

পাক ক্রিকেটার আফ্রিদির রেকর্ড দখলে নিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব॥

স্পোর্টস ডেসঃ ওয়ানডেতে ৬০০০ এর বেশি রান ও ২৫০ উইকেট নিয়ে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান গত সোমবার প্রবেশ করেছেন ক্রিকেটারদের 'অভিজাত' তালিকায়। বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। ৫ ম্যাচে তার মোট রান ৩৮৪।অলরাউন্ডার হিসেবে দ্রুততম সময়ে ৬ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে সাকিবের লেগেছে মাত্র ২০২ ম্যাচ। তার আগে এই রেকর্ড ছিল পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির দখলে। তবে আফ্রিদির এ রেকর্ডটি গড়তে খেলতে হয়েছে ২৯৪ ম্যাচ।

২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনন্য রেকর্ড গড়েছিলেন সাকিব। ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’। এমন কীর্তি আছে মাত্র চার জন ক্রিকেটারের। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে আউট করে সেই ডাবলের মালিক হন সাকিব। দ্রুততম সময়ে এই কীর্তি গড়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। সাকিব এই বিরল রেকর্ড করেছেন ১৯৯ ম্যাচে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন