News71.com
 Sports
 19 Jun 19, 06:50 PM
 664           
 0
 19 Jun 19, 06:50 PM

বিশ্বকাপ ক্রিকেট ॥ আবারো বৃষ্টিতে বিলম্বিত বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপ ক্রিকেট ॥ আবারো বৃষ্টিতে বিলম্বিত বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বৃষ্টি হচ্ছে নিয়মিত! এজবাস্টনে আজও ঝরছে বৃষ্টি।যে কারণে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচের টস করাই সম্ভব হয়নি।সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। প্রতিপক্ষ চলতি আসরে এখনো হারের মুখ না দেখা নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে রেসে ফিরেছে প্রোটিয়ারা। অন্যদিকে, টানা জয়ের ধারাবাহিকতায় এবার অনন্য কিউইরা।গেল বিশ্বকাপে দুই দলের দেখা সেমিফাইনালে। চোকার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের ইতিহাস নিউজিল্যান্ডের।এবার কিছুটা ভিন্ন প্রেক্ষাপট। লড়াই এবার সেই সেমিফাইনালে পা রাখার সিঁড়ি খোঁজার। সেই লড়াইয়ে কিউইরা যতোগুলা ধাপ এগিয়েছে তার চেয়েও বেশি পিছিয়েছে প্রোটিয়ারা।যেই চোকার তকমার জন্মই বোধহয় দক্ষিণ আফ্রিকার জন্যে, তারই যথার্থতা এরইমধ্যে প্রমাণ করে ফেলেছে ডু প্লেসি বাহিনী। পাঁচ ম্যাচে একমাত্র জয় আফগানদের বিপক্ষে, তার আগে হারতে হয়েছে টানা তিন ম্যাচে। বড় মঞ্চে দক্ষিণ আফ্রিকার এলেমেলো হয়ে পড়াই যেন নিয়তি।

নিউজিল্যান্ড আছে স্বস্তিতে। এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল। ইংল্যান্ডের ব্যাটিং স্বর্গে বোলাররা আটকে রাখছেন প্রতিপক্ষকে, উইলিয়ামসন-টেইলররা জয়ের বন্দরে ভীড়ছেন বেশ নিরাপদে। তবে মূল পরীক্ষা বোধহয় এবার শুরু হতে যাচ্ছে তাদের। প্রোটিয়ারা ছাড়া পরের ৪ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সেমিফাইনালের পথ সুগম করতে প্রোটিয়াদের বিপক্ষে তাই কোন ছাড় নয়।এ্যাজবাস্টনে নিজের সবশেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেইন উইলিয়ামসন। এবারও আছেন দারুণ ফর্মে। অধিনায়কের চওড়া কাঁধে নির্ভার কিউইরা। একাদশে পরিবর্তনের কথাও ভাবছে না ব্ল্যাক ক্যাপরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন, প্রোটিয়া একাদশেও তাই দেখা যেতে পারে লুঙ্গি এনগিদিকে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে হেনড্রিকসের।এ্যাজবাস্টনে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। তবে মাঠের খেলার বাইরেও প্রকৃতি যেমন চোখ রাঙ্গানী দেয় সেটি থেকে মুক্ত নয় এই ম্যাচটিও। বার্মিংহামে হালকা বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন