
স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? উত্তরটা নিঃসন্দেহে কোহলি। অনেকে তাকে শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করে থাকেন। অথচ শচীনের রেকর্ড এক এক করে ভেঙ্গেই যাচ্ছেন কোহলি।এরই মধ্যে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। বিরাট কোহলি পূর্বসূরির আরো একটি রেকর্ড ভাঙার প্রান্তে দাঁড়িয়েছিলেন।বিশ্বকাপে আজ (১৬ জুন) চির প্রতিদ্বন্দী পাকিস্তানের মুখোমুখি হয়েছে কোহলির ভারত। এ ম্যাচে মাঠে নামার আগে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন কোহলি। আর ৫৭ রান হলেই দ্রুততম ১১,০০০ রানের মালিক হতেন তিনি। সেই মাইলফলক তিনি তার ২২২তম ইনিংসে স্পর্শ করেছেন এই ম্যাচেই।
এর আগে রেকর্ডটা দখলে রাখা টেন্ডুলকার ১১ হাজার রান করতে খেলেছিলেন ২৭৬ ইনিংস। টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংসেই রেকর্ডটা ভাঙার অপেক্ষায় কোহলি।কোহলি যে শিগগিরই রেকর্ডটা ভাঙতে যাচ্ছেন, তা অনুমেয় ছিলো। আজ তাই হলো। তার সামনে যে রেকর্ডগুলো আছে তা কতদিন অক্ষত থাকে দেখা যাক।