News71.com
 Sports
 09 Jun 19, 08:16 PM
 654           
 0
 09 Jun 19, 08:16 PM

বোলিং বিবেচনায় বিশ্বকাপ একাদশে জায়গা হয় না মাশরাফির॥ক্রিকেট বিশ্লেষকআগারকার

বোলিং বিবেচনায় বিশ্বকাপ একাদশে জায়গা হয় না মাশরাফির॥ক্রিকেট বিশ্লেষকআগারকার

স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার বোলিং পারফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক পেসার এবং ক্রিকেট বিশ্লেষক অজিত আগারকার। তার মতে, বর্তমানে বোলিং বিবেচনায় মাশরাফির বিশ্বকাপ দলে জায়গা না হওয়া উচিত।বিশ্বকাপে ইএসপিএন ক্রিকইনফোর ক্রিকেট বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন আগারকার। সেখানেই এ কথা বলেন তিনি।আগারকার বলেন, ‘এ মুহূর্তে মাশরাফির বোলিং ফর্ম ভালো নয়। সেটি বিবেচনা করলে আমার চোখে একাদশে ম্যাশের জায়গা হয় না। কিন্তু সে টাইগারদের লিডার। দলেরই ওকে প্রয়োজন। কারণ সে অনেক অভিজ্ঞ।’এ বছর এখন পর্যন্ত ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। তবে বিশ্বকাপে ফর্মে না থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। এছাড়া একাদশ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

আগারকার বলেন, ‘রুবেলকে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করতে হবে। আমি জানি, দলটির পক্ষে মাশরাফিকে একাদশের বাইরে রাখা সম্ভব নয়। তবে এ মুহূর্তে তার বোলিং ফর্ম ভালো নয়।’ভারতের সাবেক এই পেসার আরো বলেন, ‘বাংলাদেশ চাইলে মোসাদ্দেককে একাদশের বাইরে রাখতে পারে। দলে যথেষ্ট স্পিন অপশন রয়েছে। মেহেদি ও সাকিব ভালো বল করছে। ব্যাটিংয়েও তারা ভালো করছে।’এদিকে শনিবার কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডের কাছেও হেরে যায় মাশরাফি বাহিনী। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু শেষে টানা দুই হারে বাংলাদেশের চাপ আরও বেড়ে গেল।এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আগামী ১১ জুন পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন