
স্পোর্টস ডেস্কঃ অনেক দিন থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদের পথেই পা বাড়ালেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। গতকাল শুক্রবার এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। তবে কোনো পক্ষই এই ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চেলসির তারকা হ্যাজার্ডকে দলে ভেড়াতে রিয়াল খরচ করেছে একশ' মিলিয়ন ইউরো। এর আগে শোনা যাচ্ছিল এই বেলজিয়াম তারকাকে পেতে কমপক্ষে ১৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। সেই হিসেবে কম খরচেই বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
জানা গেছে, হ্যাজার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। সে হিসেবে ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকতে হবে তাকে। মেডিক্যাল পরীক্ষা হওয়ার পর আগামী বৃহস্পতিবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে হ্যাজার্ডকে রিয়াল সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রিয়াল।