News71.com
 Sports
 06 Jun 19, 10:08 PM
 692           
 0
 06 Jun 19, 10:08 PM

ফুটবল ।। রবিউলের গোলে বাংলাদেশের লাওস বধ

ফুটবল ।। রবিউলের গোলে বাংলাদেশের লাওস বধ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে লাওসকে ১-০ ব্যবধানে লাওসকে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।ভিয়েনতিয়েনে বিশ্বকাপ ফুটবলের মূল বাছাইপর্বে প্রথমার্ধে ছন্নছেড়া ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্রপট পাল্টে দেন রবিউল হাসান। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ১৮ মিনিটের মধ্যেই দলের একমাত্র গোলটি এনে দেন সেই রবিউল।

 

 

রবিউল দেশের ফুটবলের পরিচিত নাম। আরামবাগের অধিনায়কের গোলে শেষ আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। আজ তার গোলেই ১-০ ব্যবধানে লাওসকে হারিয়েছে বাংলাদেশ।প্রথমার্ধে ছন্দে ছিল না বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ থেকেই বদলে যায় জামালরা। ম্যাচের ৭২ মিনিটে জামাল ভূঁইয়ার পাস পড়ে ডি বক্সের সামনে থাকা রবিউলের পায়ে। বল পায়ে একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বুলেট শটে জালে জড়ান রবিউল। কম্বোডিয়ার বিপক্ষে শেষ ম্যাচে গোল করেছিলেন রবিউল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন