
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্ল্যাটিনাম জুবলি কাটিয়ে গতকাল বুধবার ছিয়াত্তরতম ম্যাচ খেলতে নামল ভারত। খেলতে নেমেই উড়ন্ত সূচনা করেছে দলটি।বুমরাহ ও স্পিনার যুজবেন্দ্র চেহেলের ছোবলে লক্ষ্যটা ছিল হাতের নাগালে। দারুণ সেঞ্চুরিতে বাকিটা সারলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে ৬ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে কোহলিরা।বিরতিতে উইকেট হারিয়ে এক সময়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৫৮/৭। সেখান থেকে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন ক্রিস মরিস ও কাগিসো রাবাদা জুটি। দলকে এনে দেন দুইশ ছাড়ানো সংগ্রহ।
অষ্টম উইকেটে কাগিসো রাবাদাকে নিয়ে ৫৯ বলে ৬৬ রানের মূল্যবান জুটি গড়েন মরিস। ৩৪ বলে এক চার ও দুই ছক্কায় ৪২ রান করেন এই অলরাউন্ডার। আর ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন রাবাদা। আফ্রিকার রান দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান ৯ উইকেট হারিয়ে।জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ান-কোহলিকে তাড়াতাড়ি প্যাভিলিয়ানে ফেরালেও এদিন বিশেষ কিছুই করে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। স্টেইন-এনগিডি-র অনুপস্থিতি ঢাকতে ব্যর্থ রাবাদা-ফেলুকোয়াওরা। সঙ্গে ফিল্ডিও এদিন অত্যন্ত সাধারণ মানের হয়েছে প্রোটিয়াদের। যার ফল স্বরূপ ইংল্যান্ড, বাংলাদেশের পর ভারতের বিরুদ্ধেও হার হজম করল দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার ব্যাটে ভর করে সহজেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। রোহিত একাই করলেন ১২৬ রান। এটি তার ২৩তম ওয়ান ডে সেঞ্চুরি।