
স্পোর্টস ডেস্কঃ জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যোগ দেন জিয়ানলুইজি বুফন। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে ফরাসী জায়ান্টদের বিদায়ে সেই স্বপ্ন পূরণ হয়নি ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষকের। তার মধ্যে এই মাস শেষে বুফনের সঙ্গে এক বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে পিএসজির। ভবিষ্যৎ গন্তব্য কোথায হতে পারে তা এখনো জানাননি তিনি।পিএসজি ছাড়ার প্রসঙ্গে বুফন বলেন, ইতালির বাইরে আমার অভিযান শেষ হচ্ছে। আমি এই অভিজ্ঞতা উপভোগ করেছি এবং তা আমাকে চলার পথে সাহায্য করবে।
গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফার বিনিময়ে তুরিন ছেড়ে পার্ক দি প্রিন্সেসে আসেন বুফন। ৪১ বছর বয়সী গোলরক্ষক ২৫ ম্যাচ পিএসজির গোলপোস্ট সামলেছেন। জিতেছেন লিগ ওয়ান শিরোপা।দীর্ঘ ১৭ বছর জুভেন্টাসের গোলপোস্ট সামলেছেন বুফন। তুরিনের হয়ে মাঠে নেমেছেন ৬৫৬ ম্যাচ। জুভদের হয়ে ৯টি ইতালিয়ান সিরি’আ জিতেছেন তিনি। ২০০৬ সালে জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। কিন্তু ২৪ বছরের ক্যারিয়ারে তার অধরা রয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাটি।