
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের অষ্টম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। বুমরাহ'র বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান।এর আগে সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। এটি প্রোটিয়াদের তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে দু'টিতে হেরেছে প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরেছে প্রোটিয়ারা। তাই এটি অনেকটা ডু অর ডাই ম্যাচ তাদের জন্য। অন্যদিকে ভারত চাইছে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে।