
স্পোর্টস ডেস্কঃ মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন স্পেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হোসে অ্যান্তোনিও রেয়েস। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর শৈশবের ক্লাব সেভিয়া।আর্সেনালের সাবেক উইঙ্গার হোসে অ্যান্তোনিও রেয়েস সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেছেন। সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী রেয়েসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর শৈশবের ক্লাব সেভিয়া। তবে কীভাবে কখন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রেয়েস, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো মাধ্যম।ক্যারিয়ারে বড় বড় সব ক্লাবে খেলেছেন, তবু তাঁর মন পড়ে থাকত শৈশবের ক্লাব সেভিয়ায়। তাই ২০১২ সালে সেভিয়াতে ফেরা। ক্লাবটির হয়ে জিতেছেন টানা তিনটি ইউরোপা লিগ শিরোপাও। সর্বশেষ খেলেছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এক্সত্রেমাদুরায়। তাঁর মৃত্যুতে শোক বয়ে যাচ্ছে ফুটবল অঙ্গনে।
আজ সবার আগে তাই সেভিয়াই মন খারাপ করা সংবাদটা জানিয়েছেন, ‘আমরা এর চেয়ে বাজে খবর নিশ্চিত করতে পারতাম না। সবার প্রিয় সেভিয়া তারকা হোসে অ্যান্তোনিও রেয়েস সড়ক দুর্ঘটনায় আজ মারা গেছেন। শান্তিতে থাকুন।’ স্পেনের জার্সিতে ২১ ম্যাচে ৪ গোল আছে রেয়েসের। সেভিয়ায় ক্যারিয়ার শুরু করা রেয়েস পাদ প্রদীপের আলোতে এসেছেন ইংলিশ ক্লাব আর্সেনালের জার্সিতে। গানার্সদের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে তাঁর। ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার ।