News71.com
 Sports
 01 Jun 19, 10:02 PM
 649           
 0
 01 Jun 19, 10:02 PM

বিশ্বকাপ ক্রিকেট ॥ শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

বিশ্বকাপ ক্রিকেট ॥ শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

স্পোর্টস ডেস্কঃ ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আজ শনিবার (১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। এদিন, টস করতে নেমে ভাগ্য সহায় হয় আফগানিস্তানের। টসে জেতেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দলীয় শূন্য রানের মাথায় বিদায় নেন আফগান ওপেনার মোহম্মদ শেহজাদ। তাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর আফগান শিবিরে আঘাত হানেন প্যাট কামিন্স। তার শিকার হজরতুল্লাহ জাজাই। দলের রান তখন ৫। বিদায়ের আগে জাজাই করেন ০ রান। উল্লেখ্য, ৪ বছর আগে ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয় আফগানিস্তান। আফগানিস্তানকে তখন ২৭৫ রানে পরাস্ত করেছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ওয়ার্নারের ১৭৮ রানে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রানের পাহাড়সম রান তুলেছিল মাইকেল ক্লার্কের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন