News71.com
 Sports
 01 Jun 19, 10:54 AM
 661           
 0
 01 Jun 19, 10:54 AM

বিশ্বকাপ ক্রিকেট ॥ পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা উইন্ডিজের

বিশ্বকাপ ক্রিকেট ॥ পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা উইন্ডিজের

স্পোর্টস ডেস্কঃ যেন ঝড়ের বেগে ম্যাচটা শেষ হয়ে গেল। উইকেট দিয়ে আসার মিছিলে পাকিস্তান শেষ পর্যন্ত ১০৫ রানেই থেমে যায় ক্যারিবীয় বোলারদের তোপের মুখে। অথচ ভাবা হয়েছিল শুরু থেকেই পাকিস্তান দুর্দান্ত খেলবে এই বিশ্বকাপে। এমনটা ভাবার কারণ, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। ওই সিরিজে হোয়াইটওয়াশ হলেও এই মাঠগুলোতে খেলে অভ্যস্ত তারা।কিন্তু বিশ্বকাপে এসে ভাবনার মিল পাওয়া গেলো না। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি ম্যাচেই তিনশ’ রানের উপরে রান তুলেছিল পাকিস্তান। আজ পার করল কোনোমতে একশ’ রান।পাকিস্তান অধিনায়ক গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলে রেখেছেন, তারা আনপ্রেডিক্টেবল বলেই সব দল ভয় পায় পাকিস্তানকে। পাকিস্তান অধিনায়কের এমন কথার পর বলা যায়, এ কেমন ভয়!সকল প্রতিকুলতা পেরিয়ে মাত্র ১৩ ওভার ৪ বলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন