
স্পোর্টস ডেস্কঃ প্রথমার্ধ যেমন তেমন দ্বিতীয়ার্ধে আর্সেনালকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছে চেলসি। পিয়েরে এমরিক অবামেয়াং যেন খেলা ভুলে গিয়েছিলেন, নিষ্প্রভ মেসুত ওয়েজিল। পোস্টে পিটার চেকের বিদায়ি অভিজ্ঞতা হয়েছে ভয়াবহ। একে একে চারবার তাঁকে অসহায় বানিয়ে জালে বল পাঠিয়েছেন তাঁরই সাবেক ক্লাবের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়েই ইউরোপা লিগের শিরোপা উৎসব করেছে ব্লু'রা।এডেন হ্যাজার্ড করেছেন জোড়া গোল। সাবেক আর্সেনাল তারকা অলিভিয়ের জিরোদও খেলেছেন দুর্দান্ত, একটি গোল, একটি অ্যাসিস্ট ও একটি পেনাল্টি আদায়। ইউরোপা লিগ স্পেশালিস্ট উনাই এমেরির একেবারে ভিন্ন অভিজ্ঞতাই হয়েছে আর্সেনালের ডাগ আউটে দাঁড়িয়ে। অন্যদিকে মরিসিও সাররি কোচিং ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা জিতলেন। তবে হ্যাজার্ড জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ ম্যাচ চেলসির হয়ে। নতুন মৌসুমেই রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা তাঁর।
বাকুতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে শুরুতেই জিরোদ এগিয়ে দেন চেলসিকে, এরপর হ্যাজার্ডের পাসে ব্যবধান বাড়ান পেদ্রো রোদ্রিগেস। হ্যাজার্ডের প্রথম গোলটি পেনাল্টি থেকে। আর্সেনালের হয়ে বদলি নামা অ্যালেক্স আইওবি এরপর ব্যবধান কমিয়েছিলেন, কিন্তু জিরোদের পাসে হ্যাজার্ড ৪-১ করে গানারদের ম্যাচে ফেরার আর কোনো সুযোগই রাখেননি। সুত্ত্র; গোলডটকম