
স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে ৫টিই এশিয়ার। আরও নির্দিষ্ট করে বললে এই ৫ দলই ভারতীয় উপমহাদেশের। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় উপমহাদেশের এই ৫ দলকে শুভ কামনা জানিয়েছে স্প্যানিশ লা-লিগা।এই অঞ্চলে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও যে বেশ জনপ্রিয় তা বোঝা যায় ফুটবল বিশ্বকাপ এলেই।
তবে বিশ্বকাপ ছাড়াও সারা বছরই ফুটবল দেখে থাকেন এই অঞ্চলের মানুষ। রাত জেগে ইউরোপিয়ান বিভিন্ন লিগ দেখার লোক নেহাতই কম নয়। আর ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় লা-লিগা।স্প্যানিশ প্রিমিরা লিগের বড় একটা সমর্থকও আছে এই ভারতীয় উপমহাদেশে।এ কারণেই গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে ৫ দেশের পতাকাসহ শুভকামনা জানিয়ে পোস্ট দেয় লা লিগা।